Elementor #13005

বইমেলা ঘুরতে ঘুরতে বিদ্যাপ্রকাশে এসেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবাল। অনুরাগীদের ভিড়ে তার পছন্দের বইগুলো কিনেই নিয়েছিলেন।এর মাঝে যত্নসহকারে নিলেন আমার ” গল্প সমারোহ ” বইটি।জায়েদ আল হাসান,তিনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে কর্মরত একজন চিকিৎসক। প্রতিবছর বইমেলা থেকে আমার বই নিরবে সংগ্রহ করেন।এবার এলেন সরবে।কিনে নিলেন সবক’টি বই। তুললেন সেলফি।এসেছিলেন জাতিসংঘে কর্মরত নজরুল ইসলাম,তার সহধর্মিণী আমার উল্লেখযোগ্য বই ক’টি পড়েছেন। এভাবেই আজ বইমেলা ছিল লেখক, পাঠক ও প্রকাশকের আড্ডায় জমজমাট। এসেছিলেন কথাসাহিত্যিক মঈন আহমেদ,রেজা ঘটক,প্রাবন্ধিক জ্যোতি।ছিলেন লেখক সুইটি,লেখক পলাশ আহমেদ, শিশুসাহিত্যিক মীম নওশীন নাওয়াল সহ আরো অনেকে।সোহরাওয়ার্দি উদ্যান-২৪৩ থেকে ২৪৬। এই স্টল আজ মেতে উঠেছিল বই প্রেমিকের আড্ডায়।

Leave a Reply

Quick Navigation
Facebook32
YouTube379
×
×

Cart